Category Archives: Thought

ভ্রূণ

এলেবেলে লেখা
১১ নভেম্বর, ২০১৭
.
সেদিন তোমরা হাজারো বিস্ময় নিয়ে তাকিয়ে ছিলে আমার দিকে। কৌতুহল ছিল তোমাদের চোখেমুখে। তোমাদের চোখে কোনো স্বাধীন অস্তিত্ব ছিল না আমার। তবে তোমরা ভেব না যে তোমরাই প্রথম। তোমাদের আগেও অনেকে আমার দিকে এমন দৃষ্টিতে তাকিয়েছে। আমি শুধু চেয়ে চেয়ে দেখেছি। শত ইচ্ছা থাকলেও তোমাদের সাথে কথা বলতে পারিনি। হয়ত আমাকে ঘিরে তোমাদের শত শত প্রশ্ন ছিল। আমার যদি ক্ষমতা থাকতো তবে আমি বলতাম আমিও সেসবের উত্তর জানিনা।
.
.
আমার বাবা কে মা কে কিছুই জানিনা। তারাও হয়ত আমার কথা মনে রাখেনি। খারাপ অতীত ভুলে যাওয়াই ভাল।
.
.
জানো, প্রথম প্রথম আমি বুঝতেই পারিনি আমি কে। তারপর ধীরে ধীরে আশেপাশেরর কথাবার্তা থেকে বুঝতে পারলাম আমি তোমাদের মত কেউ নই। ফরম্যাল্ডিহাইড এর মধ্যে ডুবে থাকতে আমার মোটেই ভাল লাগেনা, জানো! ল্যাবের এই কাচের জারের মধ্যেই সীমাবদ্ধ আমার অস্তিত্ব। তোমাদের বয়স বাড়বে। বুড়ো হবে তোমরা। কিন্তু আমার বয়স থেমে আছে সে কবে থেকে! ফরমালডিহাইড আমাকে এখনো আগের মতই রেখেছে।
.
.
হ্যা। আমি ভ্রুণ। তোমরা যেটাকে জুলজি ল্যাবের কাচের জার এর মধ্যে দেখে এসেছ। তোমাদের সিনিয়র ভাই বোন রা আমাকে দেখেছে। তোমরা দেখছ।
স্থির বয়স নিয়ে আমি বেচে রইব তোমাদের জুনিয়র ভাই বোন দের জন্য।

Advertisements